পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিকদল বাহরাইন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার দেশটির রিফা এলাকার করাচি রেষ্টুরেন্টে স্থানীয় সময় বিকাল ৪ টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।



অনুষ্ঠানে সিরাজুল ইসলাম চুন্নুর সঞ্চালনায় ও আমান উল্লাহ আমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাহরাইন জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন,ক্যাপ্টেন হুমায়ুন, আব্দুল মালেক, হাবিব পর্দানিয়া, রাকিব আহমেদ, মনির হোসেন, শাহজাহান, তারেক আহমেদ, আবুল কালাম আজাদ, আক্তার হোসেন, জুনায়েদ আহমদ সহ বাহরাইন অবস্থানরত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 


পরিশেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/আশরাফ/ইআ-১৬