হবিগঞ্জের চুনারুঘাটে আঞ্জুমানে আল-ইসলাহ্, ক্বারী সোসাইটি ও তালামীযে ইসলামিয়া চুনারুঘাট উপজেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস পালন উপলক্ষে র‍্যালী, মাহে রমজানের তাৎপর্য আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ এপ্রিল) বাদ আসর উপজেলা শহরে এক র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এসে ইফতার পূর্ব মূহু এক আলোচনা সভা অনুষ্টিত হয়। 


পৌর আল ইসলাহর সাধারণ সম্পাদক ক্বারী এমরান তালুকদার ও উপজেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক তানজিল হাসান তাহসিনের যৌত পরিচালনায় ও উপজেলা আঞ্জুমানে আল-ইসলাহ'র সাধারণ সম্পাদক মৌ. ক্বারী মো: আব্দুল হালিম হারুনর সভাপতিত্বে বদর দিবসের সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আঞ্জুমানে আল-ইসলাহর সদস্য শাহ আহমেদ আলী মাষ্টার।

এতে বিশেষ অতিথি ছিলেন- চুনারুঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উপজেলা আঞ্জুমানে আল- ইসলাহ'র সভাপতি বিএসসি মো: আব্দুল মালেক মাষ্টার, তালামীযে ইসলামীয়ার হবিগঞ্জ জেলার সাবেক সভাপতি মো: আব্দুল মুহিত রাসেল, সহ-সভাপতি আমিমুল ইসলাম তাহসি, চুনারুঘাট পৌর আল- ইসলাহ'র সহ-সভাপতি মো: হাবিবুর রহমান বাহার মাষ্টার, আব্দুর রশিদ মাষ্টার, কাজী আব্দুল মান্নান মাষ্টার, সাংগঠনিক সম্পাদক মো: আসাদুজ্জামান খান। উপজেলা ক্বারী সোসাইটির অর্থ সম্পাদক ক্বারী বদরুল হক, উপজেলা তালামীযের সভাপতি মো: তাজুল ইসলাম, প্রচার সম্পাদক মো: আল-আমিন, সদস্য মো: শাহীন মিয়া, পৌর তালামীযের অর্থ সম্পাদক অলিউর রহমান, অফিস সম্পাদক শাহ জালাল ও আব্দুর রহমানসহ আঞ্জুমানে আল - ইসলাহ, তালামীয, ক্বারী সোসাইটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

প্রতি বছরের ন্যায় এ বছরও  অনুষ্ঠিত হয়েছে আঞ্জুমানে  আল- ইসলাহ্, ক্বারী সোসাইটি, তালামীযে ইসলামিয়ার আলোচনা সভা ও ইফতার মাহফিল। 

সভা শেষে মিলাদ মাহফিল পরিচালনা করেন লতিফিয়া ক্বারী সোসাইটি আমুরোড
খামিছ সেন্টারের শিক্ষক ক্বারী মাও: আবু সাইদ তানভীর ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক ক্বারী মো: আব্দুল হালিম।


সিলেটভিউ২৪ডটকম/জিলানী/ইআ-০৬