বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপির জনপ্রিয়তা দেখে আওয়ামী লীগ দিশেহারা হয়ে গেছে, তাই তারা আবুল তাবুল বলছে। আসলে সরকারের পায়ের নিচে মাটি নেই, মানুষ তাদের সাথে নেই। তাই তারা আরেকটি ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার স্বপ্ন দেখছে। দেশের মানুষ সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেবে না। সময় আর বেশী বাকি নেই। ইনশআল্লাহ অচিরেই এই ফ্যাসিস্ট সরকারের পতন হবে।

মঙ্গলবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট বিভাগ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান আলোকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।


জাতীয়তাবাতী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা তাহসিনা রুশদীর লুনা ও খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, সাবেক এমপি বিএনপির সহ সম্পাদক শাম্মী আক্তার, সহ ক্ষুদ্র ঋণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য  আবুল কাহের চৌধুরী শামীম ও মিজানুর রহমান চৌধুরী  সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি ইয়াছিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, দপ্তর সম্পাদক শফিক আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি ফরহাদ চৌধুরী শামীম।

এসময় বক্তব্যে রাখেন  ও উপস্থিত ছিলেন- সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী  জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল,জেলা সদস্য সচিব শাকিল মোর্শেদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খাঁন, মৌলভীবাজার  জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি  স্বাগত কিশোর দাস, সাধারণ সম্পাদক  জি এম মোক্তাদির রাজু  হবিগঞ্জ  জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন শরিফ সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক  সুনামগঞ্জ  জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সামসুজ্জামান  সাধারণ সম্পাদক মোনাজ্জির,  সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুস সামাদ তুহেল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মিফতাহুল কবির মিফতাহ  প্রমূখ দোয়া পরিচালনা করেন মহানগর স্বেচ্ছাসেবক দল আহবায়ক মাহবুবুল হক চৌধুরী ।

এছাড়াও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, জাসাস, কৃষক দল, ছাত্রদল, শ্রমিক দল, পেশাজীবি সহ প্রায় দুই সহস্রাধিক দলীয় নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সিলেটভিউ২৪ডটকম/ইআ-০৫