ঘড়ির কাঁটায় তখন রাত ১০টা ১৫ মিনিট। সিলেট নগরীর জিন্দাবাজার পয়েন্টের চারদিকের রাস্তায় সারি সারি যানবাহন। যানজটের কারণে আস্তে আস্তে চলছে এসব। এর মধ্যে হঠাৎ বৃষ্টি নামে। শুরু হয় হাঁটতে থাকা মানুষের ছোটাছুটি। আবার কেউ কেউ বৃষ্টির মধ্যেই আটকা পড়েন রিকশায়। টানা কয়দিনের দাবদাহের পর এই বৃষ্টি কারও কাছে স্বস্তির আবার কারও কাছে ভোগান্তির।

কয়েকদিনের তীব্র তাপপ্রবাহের স্বস্তির বৃষ্টিতে ভিজল সিলেট নগরবাসী। বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যার পর থেকেই আকাশে মেঘের ডাক শোনা যাচ্ছিল। রাত সোয়া ১০টায় নগরীতে বৃষ্টি শান্তির পরশ বুলিয়ে দেয়। এর কিছুক্ষণ পর হয় শিলাসহ বৃষ্টি। প্রায় দশ মিনিট এ শিলাবৃষ্টি হয়।


ঈদের কেনাকাটা করতে আসা মানুষ বৃষ্টিতে কিছুটা বিপাকেও পড়েন। মার্কেট কিংবা দোকানে যাওয়ার পথে অনেককে থেমে যেতে হয় । এ সময় পথচারীদের হুড়োহুড়ি করে আশপাশের ভবনে আশ্রয় নিতে দেখা যায়।

ঈদ উৎসবের বাকি আছে হাতেগোনা কয়টা দিন। তাই বৃষ্টি কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি করলেও তা উৎসবপ্রেমীদের আটকে রাখতে পারেনি।

বুধবার রাত পৌনে ১১টায় প্রতিবেদন লেখার সময় বৃষ্টি থামায় ফের ক্রেতাদের ঢল দেখা গেছে মার্কেটে।


সিলেটভিউ২৪ডটকম/পিডি