সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মনসুর রশীদ আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


বুধবার বিকেলে ঈদের কেনাকাটা করতে গিয়ে হঠাৎ অসুস্থতাবোধ করেন তিনি। তাকে সাথে সাথে নগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।



মরহুমের প্রথম জানাযার নামাজ বৃহস্পতিবার বাদ যোহর টিলাগড় রাজপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাযা ওই দিন রাত সাড়ে ১০টায় তাঁর নিজ বাড়ি গোলাপগঞ্জের হেতিমগঞ্জ বাজার সংলগ্ন মছকাপুর গ্রামে অনুষ্ঠিত হবে।


সিলেটভিউ২৪ডটকম/ইআ-০৩