চ্যারিটি সংস্থা ‘স্বপ্ন ফাউন্ডেশন’র উদ্যোগে সিলেটে ২০০ দরিদ্র পরিবারের মধ্যে ঈদুল ফিতরের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
 

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ১১টা থেকে জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নে ১০০ পরিবার ও বেলা ১২টায় একই উপজেলার ৭নং বারঠাকুরী ইউনিয়নের ১০০ পরিবারের মধ্যে  এই ফুডপ্যাক বিতরণ করা হয়।
 


ঈদের দিনের খাদ্য সামগ্রী সংবলিত প্রতিটি ফুডপ্যাকে ছিল ১ কেজি ছোট চাউল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি ময়দা, ১ লিটার তরল দুধ ও ১ প্যাকেট লাচ্ছি সেমাই।
 

ফাউন্ডেশনের পক্ষে হাফিজ মাওলানা জামিল আহমদ চৌধুরী এ ধরণের সেবামূলক কার্যক্রম চালিয়ে যেতে সকলের দোয়া কামনা করেন।
 

এ সময় অন্যদের উপস্থিত ছিলেন- ফাউন্ডেশনের সদস্য রেজাউল হক, কাজলসার ইউনিয়নের নং ওয়ার্ডের মেম্বার- প্রতিনিধি ও সালিশ ব্যক্তিত্ব মুহিম আহমদ, বারঠাকুরী ইউনিয়নের সচিব আল আমিন, ৭ নং ওয়ার্ডের মেম্বার নজরুল ইসলাম, অনুষ্ঠানের আয়োজক আহমেদ হামিদ, মাজেদ, কামরান প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৯