সিলেট সদরের খাদিমনগর ইউনিয়নের সর্বস্থরের জনসাধারণের মধ্যে ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপির পক্ষ থেকে তার সহধর্মিণী মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মিসেস সেলিনা মোমেন।
ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এমাল উদ্দিনের সভাপতিত্বে ও ইমরান আলী তালুকদারের উপস্থাপনায় বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান হেলেন আহমেদ, সিলেট সদর উপজেলা স্পোর্টস একাডেমির সভাপতি, সাহেবেরবাজার হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষানুরাগী সদস্য এবং সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক মো. ইকলাল আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য প্রভাষক বদরুল আলম, সদর উপজেলা ছাত্রলীগ সাবেক সহ সভাপতি আরিফ আহমদ সুমন, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাহেল আহমদ, খাদিমনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম।
আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগ নেতা আব্দুস ছামাদ, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিম, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল আহমদ, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাহাব উদ্দিন সাবুল, ৫নং ওযার্ড আওয়ামী লীগের সভাপতি হানিফ আলী ও সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মকলিছুর রহমানও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল আজিজ, খাদিমনগর ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সদর উপজেলা তাঁতীলীগের সহ সাধারণ সম্পাদক ইউনুস আলী, যুবলীগ নেতা আবুল আহমদ, মইন উদ্দিন, মামুন আহমদ, খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ সেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দসহ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৮