সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলাসহ বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টিরসহ শিলাবৃষ্টি হয়েছে।
 

এতে হাওরের বোরো ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।


বৃহস্পতিবার রাত ৮ টার দিকে সুনামগঞ্জে বিভিন্ন উপজেলায ঝড়ো বৃষ্টির শুরু হয়। এসময় শান্তিগঞ্জসহ বিভিন্ন স্থানে ভারি ও মাঝারি ধরনের শিলাবৃষ্টি হয়। ফলে শিলাবৃষ্টি আঘাতে হাওরের পাঁকা ও আধা পাকা ধান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট হাওরের কৃষকরা।
 

শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও গ্রামের কৃষক সুয়েব আহমদ জানিযেছেন, রাত ৮টা থেকে ঝড়-বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সাথে মোটা মোটা শিলা। হাওরে ধান পাকা ও আধাপাকা অবস্থায়। শিলাবৃষ্টিতে আক্রান্ত হয়েছে ধান ঝরে যাবে। এখনো হাওরে অনেক ধান কাঁচা রয়েছে। এই অবস্থায় কৃষকের অনেক ক্ষতি হয়ে গেল।
 

উল্লেখ্য, দুই সপ্তাহ আগে শিলাবৃষ্টিতে শান্তিগঞ্জ উপজেলার বোরো ফসল শিলাবৃষ্টিতে আক্রান্ত হয়েছিল। এসময় কৃষি বিভাগের পক্ষ থেকে আক্রান্ত জমির পরিমান ১৯৫ হেক্টর দাবি করা হলেও নতুনভাবে শিলাবৃষ্টি আক্রান্ত হওয়ার ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যাবে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।
 

দিনের সরেজমিনে ক্ষয়ক্ষতি তালিকা করা হবে বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক বিমল চন্দ্র সোম।


 


সিলেটভিউ২৪ডটকম/শহীদনুর/এসডি-৪২