‘আনোয়ার ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
 

শুক্রবার (২১ এপ্রিল) সিলেটের দুই স্থানে ফাউন্ডেশনের ব্যাক্তিগত তহবিল থেকে ৫০টি পরিবারের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে শাড়ি, লুঙ্গি, সেমাই ও দুধ।
 


এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনের ১৯, ২০ ও ২১নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর ও কার্যালয় প্রধান নাদিরা আক্তার কণা।
 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি আশিকুর রহমান আফ্রিক, এলপিএস বাংলাদেশ লিমিটেড এর সাধারণ সম্পাদক এমডি লিমন আহমেদ।
 

অনুষ্ঠানে অতিথিবৃন্দ আনোয়ার ফাউন্ডেশন ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার মিয়া ও পরিচালক রেহেনা বেগমকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।
 

অতিথিবৃন্দরা তাদের এই কার্যক্রম অব্যাহত থাকার জন্য যতটুকু সাহায্য সহযোগিতা প্রয়োজন বাংলাদেশ থেকে উনারা তাদের সাথে থাকবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন।


 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৬