দাঙ্গা রোধ, মাদক চোরাচালান বন্ধ এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে মাধবপুরে বিট পুলিশিং সভা অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার চৌমুহনী ও ধর্মঘর ইউনিয়নে এ সভা অনুষ্টিত হয়।
১ নং ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহমেদ ফারুল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- মাধবপুর চুনারুঘাট সার্কেলের এ এস পি নির্মলেন্দু চক্রবর্ত্তী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সহকারী পুলিশ সুপার তয়াহা ইয়াসীন হোসেন, কাশিমনগর পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর আরিফ ইসলাম।
পরে ২নং চৌমুহনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুাহবুবুর রহমান সোহাগ এর সভাপতিত্বেও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/শামীম/এসডি-২০