মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে এক শ্রমিক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
 

সোমবার দুপুরে নগরীর সারদা হলের সামন থেকে বের হয়।
 


র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে সমাবেশে মিলিত হয়।
 

র‌্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগীয় উপকমিটির প্রধান সমন্বয়ক আব্দুন নুর তালুকদার।
 

সংগঠনের সিলেট মহানগর শাখার আহবায়ক জুনাইদ হোসেন রানা‘র সভাপতিত্বে ও সদস্য সচিব উজ্জ্বল মিয়ার সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য রুহুল আমিন।
 

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ সিলেট জেলার যুগ্ম সদস্য সচিব মঞ্জিল আহমদ, সুনামগঞ্জ জেলার সদস্য সচিব মুজাহিদ আলী, জকিগঞ্জ উপজেলার আহবায়ক শামীম আহমদ, মহানগর শ্রমিক অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম।
 

এছাড়াও উপস্থিত ছিলেন রাকিব আহমদ, এয়াসিন আলী, জসিম আহমেদ, রিপন আহমদ, সুহেল মিয়া, সাজু আহমদ, কবির মিয়া, করিম মিয়া, রুবেল হোসেন,  জীবন আহমেদ, জাকির হোসেন, রাজিব আহমদ, সাইদুল ইসলাম, শাহ আলম, রিয়াদ হাসান, জিহাদ হাসান প্রমুখ।
 

সমাবেশে বক্তারা রাষ্ট্রের নীতিনির্ধারনী পর্যায়ে শ্রমিকের প্রতিনিধিত্ব, জাতীয় মজুরী, কর্মসংস্থান, খাদ্য, চিকিৎসা ও আবাসন নিশ্চিতকরণ এবং সন্ত্রাস, দুর্নীতি ও অর্থ পাচার বন্ধের দাবী জানিয়ে বলেন, বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন আজ মহান মে দিবস। এ দিবসে শ্রমিকদের ন্যায্য দাবী ও অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে দিবসের গুরুত্ব আরো বেড়ে যাক এটা আমাদের প্রত্যাশা।
 

বক্তারা কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতসহ সকল অধিকার বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৬