মৌলভীবাজারের কুলাউড়ায় চাচার ছুরিকাঘাতে ভাতিজা সুনিল গোয়ালা নিহতের ঘটনায় চাচা চন্দ্র গোয়ালাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ মে) রাতে উপজেলার গাজীপুর চা বাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নিহত সুনিল ওই বাগানের শ্রমিক কমল গোয়ালার ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে গাজীপুর চা বাগান এলাকায় পারিবারিক দ্বন্দ্বে তাদের বাড়ির সামনে চাচা-ভাতিজার ঝগড়াঝাঁটি লাগে। ঝগড়াঝাঁটির একপর্যায়ে চন্দ্র গোয়ালা তার ভাতিজাকে ছুরি দিয়ে আঘাত করলে সুনিল গুরুতর আহত হন। পরে বাগানের শ্রমিকরা সুনিলকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে রাতে গাজীপুর চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ভাতিজা হত্যাকারী চাচা চন্দ্র গোয়ালাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার এসআই সালাউদ্দিন মিফতা বলেন, আসামি চন্দ্র গোয়ালাকে গ্রেপ্তারের পর বুধবার (১০ মে) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/অনি/এসডি-২০০