ফাইল ছবি
সিলেটের বন্দরবাজারে গতকাল একটি অজ্ঞাত লাশ উদ্ধারের পর আজ সিলেটে ফের আরেকটি লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) বিকালে মহানগরের দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর এলাকায় লাশটি পাওয়া যায়।
বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম)।
তিনি জানান- বিকেল সাড়ে ৩টার দিকে হুমায়ুন রশীদ চত্বরের পুলিশ বক্সের পাশে রাস্তার দ্বারে অজ্ঞাত এক পুরুষের লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে থানাপুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। অজ্ঞাত এই পুরুষের বয়স আনুমানিক ৫০ বছর।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি শামসুদ্দোহা আরও জানান- ওই লোক পুরোপুরি মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত কয়েকদিন ধরে হুমায়ুন রশীদ চত্বর এলাকায় ঘুরছিলেন।
ময়না তদন্ত শেষে লাশটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হবে বলে জানান ওসি মো. শামসুদ্দোহা (পিপিএম)।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম