দুবাইয়ে একটি দুর্ঘটনায় মারা গেছেন হবিগঞ্জ শহরতলীর তেঘরিয়া গ্রামের বাসিন্দা প্রবাসী মো. নূর আলম। বৃহস্পতিবার (১১ মে) সন্ধ্যায় দুবাইয়ে একটি তেলের ট্যাঙ্কারে কাজ করার সময় দুর্ঘটনাবশত অগ্নিকাণ্ডে মারা যান তিনি।
এ ঘটনায় আরো কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহত নূর আলমের খালাত ভাই মো. আব্দুল আউয়াল। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে দুবাইয়ে অবস্থানরত নূর আলমের স্বজনরা ঘটনাস্থলে গিয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে।
নূর আলমের এমন মর্মান্তিক মৃত্যুর খবরে তার স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন।
সিলেটভিউ২৪ডটকম / জাকারিয়া / ডি.আর / ইআ-০৫