আসন্ন ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী সর্মথনে মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা সভাপতি সিলেট জেলা যুবলীগ নেতা জিল্লুর রহমান উদ্যোগে তৃণমূল আওয়ামী লীগ  ও ভূমিহীনদের নিয়ে ৩৮ নং ওয়ার্ডস্থ কুমারগাঁও বাস টার্মিনাল এলাকায়  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত (১২ মে) রাতে কুমারগাঁও বাস টার্মিনাল এলাকায়  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা সভাপতি সিলেট জেলা যুবলীগ নেতা জিল্লুর রহমান এর সভাপতিত্বে ও এডভোকেট কাওসার আহমদ এর পরিচালনায় 


প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিরর সদস্য এডভোকেট এফ এম রুহুল আনাম চৌধুরী মিন্টু।

এসময় তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীনদের ঘরবাড়ী তৈরী করে নিজেদের নামে ভুমি মালিকানা করে দিচ্ছেন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী আমরা কথা দিচ্ছি, মেয়র নির্বাচিত হলে ভূমিহীনদের সর্বোচ্চ সম্মান দিয়ে তাদের কল্যাণে কাজ করবেন মেয়ের আনোয়ারুজ্জামান চৌধুরী । আসুন আগমী ২১ জুন আমরা সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে আনোয়ারুজ্জামান চৌধুরী মেয়ের নির্বাচীত করা আহবান ।     

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন ৩৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জুবের আহমদ সুমন, মোঃ কাউসার আহমদ, মোঃ জালাল মিয়া, শামিম আহমদ, চোটন মিয়া, ফাতিন নুর, মোঃ আতিক, আনছার, মির্জা, রুবেল আহমদ, আলিনুর রহমান নয়ন, শাহিন আহমদ, মাহবুবুর রহমান রাশেদ ও রুবেল তালুকদার প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/ মাহি