আগামী ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২০নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসাবে অংশগ্রহণের লক্ষে অধিকার বঞ্চিত মানুষের সাথে মিঠু তালুকদার এর সংযোগ সভার আয়োজন করা হয়েছে।
ছাত্র ও যুব সমাজের উদ্যোগে বুধবার (১৭ মে) সন্ধ্যা ৭টায় শিবগঞ্জে এই সংযোগ সভা অনুষ্ঠিত হয়।
সংযোগ সভায় কাউন্সিলর প্রার্থী মিঠু তালুকদার বলেন, আমি সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষের হয়ে কাজ করতে চাই। মানুষের সেবা করাই আমার রাজনীতি। ২০ নম্বর ওয়ার্ডে পিছিয়ে পড়া ও সাধারণ মনুষের উন্নয়নের জন্য আমি আজীবন কাজ করতে চাই। তাই আপনাদের পরামর্শ, ভালোবাসা ও প্রত্যাশা নিয়ে আমি এ নির্বাচনে প্রার্থীতা ঘোষনা করেছি। আমার বিশ্বাস আপনারা আমাকে নির্বাচিত করবেন। আমি আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই। প্রাথমিকভাবে আমি ওয়ার্ডকে পরিষ্কার-পরিচ্ছন্ন স্মার্ট ওয়ার্ড, প্রতিটি মহল্লায় নিরাপত্তা গেইট ও সিসি ক্যামেরা স্থাপন, প্রতি মাসে অভিযোগ বা সমস্যা নিয়ে মতবিনিময় করা, যাবতীয় অনলাইন আবেদনসহ কাউন্সিলর কার্যালয় থেকে সহায়তা করতে ব্যবস্থা করা হবে।
সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু সরকারের সভাপতিত্বে ও আবু বকর সিদ্দিকী মিশকাত এর পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সৈয়দ রেশাদ, আফজল হোসেন মান্না, নিপন সিং, ঝন্টু সেন, রাজ দাস, পান্ডব দো, সুরঞ্জিত দাস, রাজু দেব, প্রান্ত দেব, লিমন দেবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৪৬