বৃহত্তর জৈন্তিয়া তথা সিলেট বিভাগের প্রাণপুরুষ আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ীর হুজুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বৃহত্তর জৈন্তিয়া (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কানাইঘাট-কোম্পানীগঞ্জ) শালিস সমন্বয়ের সর্বোচ্চ সংগঠন ঐতিহ্যবাহী ১৭ পরগনা সভাপতি আবুল মৌলা চৌধুরী।
 

এক শোক বার্তায় আবুল মৌলা চৌধুরী জানান, ক্বাসিমুল উলুম দরগা মাদ্রাসার মুহতামিম বিশিষ্ট আলেমেদ্বীন বৃহত্তর জৈন্তার গর্বিত সন্তান আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ী ছিলেন সিলেটবাসীর তথা দেশের একজন অভিভাবক। তার মৃত্যুতে এলাকাবাসী তথা দেশবাসী এক অভিভাবকে হারালো। এ শূণ্যতা কিছুতেই পূরণ হওয়ার মতো নয়। তিনি সারাজীবন ইসলাম ধর্মের পাশাপাশি সর্বশ্রেণী ও মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য অভিভাবক ছিলেন। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান রাব্বুল আল আমিন যেন তাকে জান্নাতবাসী করেন -আমিন।



 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৭৩