কুয়েত থেকে সিলেট ও চট্টগ্রাম সরাসরি বিমান চালু এবং প্রবাসীদের লাশ ফ্রিতে বহনের দাবি জানিয়েছেন বিমানের কুয়েত কান্ট্রি ম্যানেজারের কাছে বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েত নেতৃবৃন্দ।
 

বৃহস্পতিবার রাতে কুয়েত বিমান অফিসে কান্ট্রি ম্যানেজার আবু বক্কর সিদ্দিকী সাথে কুয়েত প্রবাসীদের বিভিন্ন দাবি নিয়ে মতবিনিময় ও স্মারকলিপি প্রদান করেন।
 


এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েতের সভাপতি নাসির উদ্দিন খোকন ও সাধারণ সম্পাদক রুহুল আমিন, সংগঠনিক উপদেষ্টা মো. বিলাল উদ্দিন, সংগঠক কামাল হোসেন, বাংলা প্রেসক্লাব কুয়েতের সভাপতি আল আমিন সরকার, সাংবাদিক ইউনিয়নের রবিউল ইসলাম খাঁ, যুগ্ম সাধারণ সম্পাদক আহাদ আমদিয়া খোকন, সাংগঠনিক সম্পাদক আলাল আহমদ, দপ্তর সম্পাদক আহমদ আকাশ, সাংবাদিক নেতৃবৃন্দ যশোর আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আহবান জানান।
 

কুয়েতে বিমানের কানটি ম্যানেজার জানান বিমান মন্ত্রণালয়ে আলোচনা মাধ্যমে বিভিন্ন দাবী দাওয়াবাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করা হবে ইনশাল্লাহ।


 

সিলেটভিউ২৪ডটকম/খোকন/এসডি-৩৭৭