(প্রতীকি ছবি)

বাংলাদেশে নানা কারণে বিতর্কিত রাজনৈতিক দল জামায়াতে ইসলামী। নামের সঙ্গে ‘ইসলাম’ শব্দ যুক্ত থাকলেও শুরু থেকেই ধর্মীয় বিভিন্ন ইস্যুতে বিতর্ক ও বিভ্রান্তি সৃষ্টি করা এ দলকে ভালোভাবে নেননি উপমহাদেশের মূলধারার আলেমরা। এছাড়া দেশের মহান স্বাধীনতা-সংগ্রামের প্রশ্নে দলটি বিপরীত পক্ষ অবলম্বন করায় রাজনৈতিকভাবেও তারা কোনঠাসা।

এ অবস্থায় গত এক যুগ ধরে জামায়াত সারা দেশেই ধীরে ধীরে অনেকটা অপ্রকাশ্য হয়ে পড়ে। দেশজুড়ে নেতাকর্মীরা দলীয় কার্যক্রম পরিচালনা করছিলেন বেশ গোপনে। সর্বোপরি দলটির নিবন্ধন ঝুলে আছে আইনি জটিলতায়। তাই গত এক দশকেরও বেশি সময় ধরে সিলেটসহ সারা দেশে ছোটখাটো ঝটিকা মিছিল আর কাগুজে বিবৃতি ছাড়া জামায়াতে ইসলামী প্রকাশ্যে আসেনি।


তবে সাম্প্রতিক সময়ের যুক্তরাষ্ট্রের ভিসা নীতিকে পুঁজি করে গত ১০ জুন ঢাকায় পুলিশের অনুমতি নিয়ে অনেকটা বড় সমাবেশ করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে দলটি। ঢাকার পর এবার সিলেটে বিভাগীয় সমাবেশ করে নিজেদের শক্তি প্রদর্শনের চেষ্টা চালাচ্ছে জামায়াত। এ সমাবেশের অনুমতি চেয়ে পুলিশ বরাবরে আবেদনও করা হয়েছে। তবে কোনোভাবেই সিলেটে জামায়াতকে সমাবেশের দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৫ জুলাই সিলেটে সমাবেশ করতে চাচ্ছে জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখা। সমাবেশের অনুমতি চেয়ে গত বুধবার সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার বরাবারে আবেদনও করা হয়েছে। এদিন বিকালে জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখার সেক্রেটারি মো. শাহজাহান আলীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল এসএমপি কমিশনার কার্যালয়ে গিয়ে আবেদনপত্রটি জমা দেয়। আবেদনে ১৫ জুলাই বেলা ২টায় সিলেট রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করার অনুমতি চেয়েছে দলটি।

মো. শাহজাহান আলী এ বিষয়ে বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে সিলেটভিউ-কে বলেন- ‘যেহেতু রাজধানীতে আমাদের দল সমাবেশ করতে পেরেছে, সেহেতু সিলেটে আমরা অনুমতি পাওয়ার আশা রাখছি। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবো, তাই অনুমতি না দেওয়ার কোনো কারণ দেখছি না।’

অনুমতি না মিললে আপনারা কী সিদ্ধান্ত নেবেন- এমন প্রশ্নের জবাবে এই জামায়াত নেতা সিলেটভিউ-কে বলেন- ‘আমরা আপাতত অনুমতি না পাওয়ার বিষয়ে ভাবছি-ই না। আমাদের দৃঢ় বিশ্বাস, অনুমতি পাবো।’

তবে কোনোভাবেই জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হবে না বলে সিলেটভিউ-কে জানিয়েছেন এসএমপি কমিশনার মো. ইলিয়াছ শরীফ (বিপিএম-বার, পিপিএম)।

তিনি বলেন- ‘সিলেটে জামায়াতকে কোনো অপতৎপরতা চালাতে দেওয়া হবে না। সব ধরনের নাশকতা ঠেকাতে পুলিশ সর্বদা সতর্ক ও প্রস্তুত থাকবে। অনুমতি ছাড়া যদি জামায়াত আগামী ১৫ জুলাই সিলেটে মাঠে নামে তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’


সিলেটভিউ২৪ডটকম / ডালিম