মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতি বছরের নিয়মিত ফুটবল আসর ‘লিগ এম’ এর সিজন-৭ এ চ্যাম্পিয়ন হয়েছে সিএসই ফেরোসিয়াস দল। গতকাল বৃহস্পতিবার লিগের ফাইনালে তারা টাইব্রেকারে হারায় ডিপার্টমেন্ট অব ল এন্ড জাস্টিসকে।

সিলেট শহরতলির বটেশ্বরস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সুবিশাল মাঠে ফাইনাল অনুষ্ঠিত হয়। লিগ এম সিজন-৭ এর মূল স্পন্সর ছিল সিটি ওভারসিজ ট্রাভেল এজেন্সি। পাওয়ার্ড বাই স্পন্সর হিসেবে ছিল এ.জি ইলেকট্রনিকস।


এমইউ স্পোর্টস ক্লাবের উদ্যোগে প্রতি বছর এই ফুটবল আসর বসে। যেখানে প্রতি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে বেশ কয়েকটি দল প্রতিযোগিতা করে।

জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় ফাইনালের কার্যক্রম। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ৭ মিনিটে কর্নার থেকে নাহিদের নেওয়া শটে মাথা লাগিয়ে গোল করেন ডিপার্টমেন্ট অব ল এন্ড জাস্টিসের জাহির। তবে ৩ মিনিট পরেই গোল শোধ করে সিএসই ফেরোসিয়াস। গোলকিপার রাব্বীর সহায়তায় গোল করে সমতা আনেন সাইফুল।

এরপর উভয় দল চেষ্টা করলেও গোলের দেখা পায়নি। ফাইনাল গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫-৪ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় সিএসই ফেরোসিয়াস। ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের সাইফুল।

পরে পুরস্কার বিতরণ সম্পন্ন হয়। এ অনুষ্ঠানে মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক, স্কুল অব বিজনেস এন্ড ইকোনমিক্সের ডিন প্রফেসর মো. তাহের বিল্লাল খালিফা, স্কুল অব ল’র ডিন শেখ আশরাফুর রহমান, রেজিস্ট্রার তারেক ইসলাম, ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. এম জেড আশরাফুল, সিএসই বিভাগের  প্রধান মাহফুজুল হাসান, আইন ও বিচার বিভাগের প্রধান গাজী সাইফুল হাসান, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তাবৃন্দ, স্পন্সর প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাবৃন্দ, এমইউ স্পোর্টস ক্লাবের সাবেক সভাপতি মহি উদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক এনায়েত আলি হাবিব, স্পোর্টস ক্লাবের সদস্যবৃন্দ, শিক্ষার্থীগণ প্রমুখ উপস্থিত ছিলেন।

এবারের লিগে ম্যান অব দ্য টুর্নামেন্ট রেয়াদ, বেস্ট প্লেমেকার নাহিদ, বেস্ট ডিফেন্ডার মিফতাহ, বেস্ট গোলকিপার হিসেবে মাহদি পুরস্কৃত হয়েছেন।

পুরস্কার বিতরণীতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি গ্রহণ করেন দল দুটির অধিনায়কগণ।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে