মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে স্কুল অব সাইন্স এন্ড টেকনোলজির উদ্যোগে ‘রিসার্চ এন্ড কোকারিকুলাম অ্যাক্টিভিটিজ অফ আইটি অরিয়েন্টেড স্টুডেন্টস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম হাবিবুর রহমান লাইব্রেরি হলে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ, ব্র্যাক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। তিনি মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সম্প্রতি বিশ্বের স্বনামধন্য বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে চাকরি প্রাপ্তিকে বর্তমান শিক্ষার্থীদের জন্য প্রেরণাদায়ক হিসেবে উল্লেখ করেন। এর ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্টদের চেষ্টা অব্যাহত রাখার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন তিনি।


সিএসই বিভাগের ৫৯তম ব্যাচের শিক্ষার্থী মাসুম আলন অনিকের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম (পাবলিক এডমিনিস্ট্রেশন, শাবিপ্রবি)।

সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. তাহের বিল্লাল খলিফা, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল হক চৌধুরী, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন শেখ আশরাফুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ জামাল উদ্দিন, সিএসই বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মাহফুজুল হাসান প্রমুখ।

সেমিনারে বক্তারা  ছাত্রদের গবেষণা এবং পাঠ্য সংশ্লিষ্ট ও বহির্ভূত কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত রাখার উপর জোর প্রদান করেন।

এ সময় অন্যান্যের মধ্যে বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে