মেট্রোপলিটন ইউনিভার্সিটির কলেজ ক্রিকেট লিগে (সিএলসি) চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ সুরমা সরকারি কলেজ। ফাইনালে হযরত শাহজালাল (রহ.) ডিগ্রি কলেজকে হারিয়ে শিরোপার উল্লাসে মাতে তারা।

সোমবার (১১ মার্চ) বটেশ্বরস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মাঠে ফাইনাল অনুষ্ঠিত হয়।


মেট্রোপলিটন ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের আয়োজনে এবার তৃতীয়বারের মতো কলেজ ক্রিকেট লিগ (সিএলসি) সম্পন্ন হয়েছে।

ফাইনালে টসে জিতে ব্যাটিংয়ে নামে হযরত শাহজালাল (রহ.) ডিগ্রি কলেজ দল। নির্ধারিত ওভারে তারা সংগ্রহ করে ১২০ রান। জবাবে ৩২ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙ্গর ফেলে দক্ষিণ সুরমা সরকারি কলেজ।

ম্যান অব দ্য ফাইনালের পুরস্কার পান চ্যাম্পিয়ন দলের মাহদী আহমেদ উজ্জ্বল। আসরের সেরা বোলার হয়েছেন হযরত শাহজালাল (রহ.) ডিগ্রি কলেজের লিমন। আসরের সেরা ব্যাটার এবং সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন দক্ষিণ সুরমা সরকারি কলেজের মাহদী আহমেদ উজ্জ্বল।

ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।

বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. তাহের বিল্লাল খলিফা, রেজিস্ট্রার তারেক ইসলাম, প্রক্টর ড. মোহাম্মদ জামাল উদ্দিন, ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. এম জেড আশরাফুল, হযরত শাহজালাল (রহ.) ডিগ্রি কলেজের প্রিন্সিপাল শাখাওয়াত হোসাইন আজাদ, দক্ষিণ সুরমা সরকারি কলেজের প্রভাষক খালেদ আহমেদ প্রমুখ।

এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তাগণ, স্পোর্টস ক্লাবের নেতৃবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ফাইনাল উপভোগ করেন।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে