আজ জাতির গৌরবের দিন, পরাধীনতার শিকল ভেঙে স্বমহিমায় মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। দীর্ঘদিনের পরাধীনতার শিকল ভেঙে ১৯৭১ সালের আজকের দিনে পৃথিবীর বুকে স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে স্বাধীনতার ডাক দেন স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বাঙালি জাতিকে সর্বশক্তি দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ করার আহ্বান জানিয়েছিলেন। অতঃপর নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।

 


যথাযথ ভাবগাম্ভীর্যের মাধ্যমে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ।

 

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষ্যে (২৬ মার্চ) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের সকল বীর শহিদদের স্মরণ করেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দ।

 

এ সময় উপস্থিত ছিলেন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ।

 

আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ এমদাদ হোসেন, পরিচালক মোঃ রিমাদ আহমদ রুবেল, সাবেক পরিচালক আব্দুর রহমান জামিল এবং সিলেট চেম্বারের সদস্যবৃন্দ।

 

সিলেটভিউ২৪ডটকম / প্রেবি