এবারের আইপিএলে রীতিমত রানের বন্যা বয়ে যাচ্ছে। সানরাইজার্স হায়দরাবাদ সর্বোচ্চ ২৭৭ রানের রেকর্ড গড়ার সপ্তাহ না পেরোতেই কলকাতা নাইট রাইডার্স করেছে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ২৭২ রান।
 

টি-টোয়েন্টি ক্রিকেটে হরহামেশাই আড়াইশর বেশি রান, একটু অস্বাভাবিকই বটে। আইপিএলের ২২ গজ এবার নিয়ে চরম কটাক্ষ করলেন পাকিস্তানের সাবেক পেসার জুনায়েদ খান। তার মতে, আইপিএলে ব্যবহৃত পিচে ব্যাটিং দেখলে মনে হয় ব্যাটিং করাটা খুবই সহজ।
 


বুধবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৩৯ বলে ৮৫ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছেন ক্যারিবীয় অলরাউন্ডার সুনিল নারিন। তার এই ইনিংস দেখে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জুনায়েদ খান লিখেছেন, ‘এই ধরনের একেবারে তক্তা পিচে আইপিএলের যে ম্যাচ খেলা হচ্ছে সেখানে ব্যাটিং করাটা কতটা সহজ, তাই নয় কি? নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট ক্যারিয়ারে সুনিল নারিনের মোট রান ১৫৫। আর আজকে (দিল্লি ম্যাচে) ওপেনার হিসেবে ও একাই করেছে ৮৫। আর দলের স্কোর আবার ২৭২!’
 

এরপর জুনায়েদ খান মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদের করা ২৭৭ রানের ইনিংসটি নিয়ে সমালোচনা করে বলেন, ‘একেবারে তক্তা উইকেট, ছোট ছোট বাউন্ডারি আর এর নাম হলো আইপিএল; যেখানে এক ম্যাচে টার্গেট দেওয়া হয় ২৭৮ রানের!’

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৪৭৯