দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে সম্প্রতি ফরিদপুর জেলার কানাইপুরে বাস ও পিকআপের সংঘর্ষে ১৪ জন নিহত, ঝালকাঠিতে ট্রাক-প্রাইভেটকার ও অটো রিক্সার সংঘর্ষে ১১ জন, সিলেট-সুনামগঞ্জ-ছাতকে সিএনজি ও বাস দূর্ঘটনায় সংগীত অঙ্গনের জনপ্রিয় কন্ঠশিল্পী পাগলা হাসান এর নির্মম মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ, উৎকন্ঠা ও তীব্র নিন্দা জ্ঞাপন করে বলেন, ঈদ যাত্রায় প্রায় ১৫ দিনে ২০০ বনি আদমদের সড়কে প্রাণ গেছে। বিশেষজ্ঞরা বলছেন, দূর্ঘটনার অন্যতম কারণ সড়কে নসিমন, করিমন, ভটভটির মতো অনুমোদনহীন যানবাহন বন্ধে সরকার আগ্রহী নয়। ভোটে প্রভাব পড়ার শঙ্কায় এ ধরণের কাজে প্রভাব পড়ছে কি? মহাসড়ক নিরাপদ করতে ধীর গতির যানবাহন চলাচলে হাজার হাজার কোটি টাকায় সার্ভিসলেন তৈরি করা হয়েছে। তবে সেগুলো দখল হয়ে গেছে। খোদ পুলিশ রয়েছে দখলদারের তালিকায়। মেয়াদ উত্তীর্ণ বাস, ট্রাক, চলাচল বন্ধে নেই কার্যক্রম। সড়কেই বনি আদমের শত শত মৃত্যুর দায়ভার সরকার ও সংশ্লিষ্টরা এড়াতে পারেন না। স্পিড মিটার, সিসি ক্যামেরা মহাসড়কে বিভিন্ন রাস্তার গতিবেগের উপর নির্দেশনা সম্বলিত সিগনালগুলো মেনে চলার জন্য কঠোর তদারকি করতে হবে। পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে তারুণ্যের অহঙ্কার লোকশিল্পী পাগলা হাসানের জীবনীটা গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। সীমাহীন দুঃখ, যাতরা নিয়ে তিনি চলে গেছেন। মোট কথা তিনি ছিলেন চরম ধৈর্য্যশীল। সোনার হরিণের মতো সরকারী চাকুরী বাদ দিয়ে গানকেই তার জীবনের সঙ্গী করেছেন। মানুষকে মানুষিকভাবে আনন্দ দেওয়ার কাজটাই তিনি মূখ্য বানিয়েছিলেন। রাষ্ট্র এখন তার পাশে দাঁড়ানো উচিৎ। যে যাবার চলে গেছে, রেখে যাওয়া তার আপনজন ও তার টিনের চালের বাড়িটি উন্নত করে দেওয়ার দায়িত্ব নিতে হবে।

উপস্থিত জনপ্রতিনিধিরা এ ব্যাপারে প্রয়োজনীয় ভূমিকা রাখবেন বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।


নেতৃবৃন্দ মরহুম পাগলা হাসানের জান্নাতের উচ্চ মাকামসহ সড়ক সকল বনি আদমদের মৃতুত্যে রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৭৪৩