সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান সহ জাতীয় স্থানীয় নেতৃবৃন্দের মুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জিয়া পরিবারের পুত্রবধু ডা. জুবাইদা রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম জিলানী সহ নেতৃবৃন্দের নামে মামলা ও সাজা বাতিলের দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল।
 

রবিবার বিকেলে সিলেট নগরীর জিন্দাবাজার সিটি সেন্টারের সামন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।


বিক্ষোভ মিছিল শেষে কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল।
 

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শার্কিল মুর্শেদের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, দেলোয়ার হোসেন চৌধুরী, আহসান মাহবুব, তোফায়েল চৌধুরী উজ্জল, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু সালেহ মো. তাহের, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, টিটন মল্লিক, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবুল কালাম সাহেদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর মিয়া, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক ও আহবায়ক কমিটির সদস্য রজব আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল জলিল, হাসান হাফিজুর রহমান টিপু, সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিন, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহমদ হুমায়ুন জামাল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান মনির, সেলিম আহমদ, সাইদুল এনাম চৌধুরী লাহিন, কয়েছ আহমদ, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মওদুদুল হক চৌধুরী সুমন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট আলা উদ্দিন, জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শাহজাহান, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস, বিশ্বনাথ পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক এনাম, সদস্য সচিব আহমদ দুলাল মিয়া, সাবেক ছাত্রদল নেতা রিপন চৌধুরী, কামাল আহমদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলা উদ্দিন মনাই, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হোসেন আহমদ তালুকদার, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নুরেস আলী, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিনহাজ শামসি, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহী চৌধুরী সহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।
 

বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন, “ফ্যাসিষ্ট শেখ হাসিনার প্রতিহিংসার স্বীকার হয়ে মিথ্যা মামলায় ফরমায়েসী সাজায় বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জিয়া পরিবারের পুত্রবধু ডাঃ জুবাইদা রহমান, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন উন নবী খান সুহেল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস. এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান সহ জাতীয় নেতৃবৃন্দ আজ নিষ্ঠুর ও অমানবিক হয়রানীর শিকার।”
 

তিনি অবিলম্বে কারাগারে বন্দি বেগম খালেদা জিয়া ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান সহ জাতীয় নেতৃবৃন্দ ও সিলেট কেন্দ্রীয় কারাগারে আটক সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, স্বেচ্ছাসেবক দলনেতা মেহেদী হাসান সুবেল, শাহ আলম আলী সহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।
 

সিলেট জেলা স্বেচ্ছাসেক দলের সদস্য সচিব শার্কিল মুর্শেদ তার বক্তব্যে বলেন, ‘মিথ্যা মামলায় ফরমায়েসী সাজা দিয়ে জাতীয় নেতৃবৃন্দকে কারাগারে বন্দি রেখে শেখ হাসিনা ও আওয়ামী লীগের পতন ঠেকাতে পারবে না।’


 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৭৫৩