বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভা কক্ষে বিসিক জেলা কার্যালয় সিলেট এর আয়োজনে ও সিলেট তৃণমুল নারী উদ্যোক্তা সোসাইটির সহযোগিতায় এই কার্যক্রমে উদ্বোধন করা হয়। ১২-১৬ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রশিক্ষণ কোর্স চলবে।


সিলেট জেলা বিসিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ভাঃ) ম. সুহেল হাওলাদারের সভাপতিত্বে ও গ্রাসরুটস এর সিইও হিমাংশু মিত্রের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোয়াম্মীর হোসেন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন, তৃণমূল নারী উদ্যোক্ত সোসাইটির উপদেষ্টা মারিয়ান চৌধুরী মাম্মি, সমন্বয়কারি অনিতা দাস গুপ্ত প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৪