অব্যাহত টানা বর্ষণে সিলেটে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে সিলেটের সদর, গোয়াইনঘাট ও গোলাপগঞ্জ পৃথক তিনটি এলাকায় টিলা ধসের খবর পাওয়া গেছে। 


এরই মধ্যে গোলাপগঞ্জ উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের চক্রবর্তী পাড়ায় ডা. নকুল পালের ছেলে আপু রুদ্র পাল মৃত্যু হয়েছে। আপন আরক ভাই পাপ্পু পাল গুরুতর আহত হয়েছেন। 



শুক্রবার রাতে ২টার দিকে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে সাহেবের বাজার এলাকার রামপুর ও কোনাটিলা গ্রামে ভূমিধসে কমপক্ষে ১৪টি ঘরের ব্যপক ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মাঝে তিনটি পাকা ঘর ক্ষতিগ্রস্ত হয়।তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

সরজমিন গিয়ে দেখা যে, সিলেট সদর উপজেলার খাদিমনগর, খাদিমপাড়া, টুকেরবাজার, আখালিয়া, ব্রাহ্মণশাসন, দুসকি, টিলারগাঁও, বালুচর, পাঠানটুলা, গুয়াবাড়ি, আখালিয়া বড়গুল এলাকার মুক্তিযোদ্ধা টিলাসহ পাহাড়ের বিভিন্ন স্থানে ঘর বানিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করছে কয়েকশ পরিবার।


আব্দুল খালিক বলেন, রাত ২ টার দিকে ঝড়বৃষ্টি শুরু হলে আমরা বৃষ্টিতে ধান ভিজে যাচ্ছে দেখে ধান গোছাতে ব্যস্ত ছিলেন। হঠাৎ পেছনের টিলা ধসে আমাদের  ঘরের দেয়াল ভেঙে টিলার মাটি ভেতরে প্রবেশ করে। এতে আমাদের  ঘর ক্ষতিগ্রস্থ হয় ও দরজা-জানালা অনেক জিনিস পত্র  ভেঙে যায়। 


তিনি আরও বলেন, টিলা আমাদের  ঘর থেকে বেশ কয়েক গজ দূরে। আমার কখনো টিলা কাটেননি। বাঁশের ঝাড় রয়েছে। টিলার মাটি ধসের ঘটনা ঘটবে আমার  কখনো কল্পনাও করেননি। অল্পের জন্য বেঁচে যায় আমার পরিবার।

কোনাটিলা গ্রামের নওশাদ মিয়া, রুবেল মিয়া, জাহেদ মিয়া, আলী হোসেন, আলমাছ আলী, নাসির উদ্দীন, সুমন মিয়া, আফতেরা বিবির বাড়ি, রামপুর গ্রামের আব্দুল খালিক, আব্দুল মালিক, আব্দুল মন্নান, আব্দুল হান্নান, আলকাছ মিয়া, আলী হোসেনের বাড়ি। 

 
সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক তিনি বলেন, খবর পেয়ে শনিবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করি। এতে বেশ কিছু  ঘর বাড়ির  ক্ষতিগ্রস্থ হয়েছে। ঝুঁকি এড়াতে টিলা কাছে ঘর বাড়িতে বসবাসকারীদেকে ঝুঁকি পূর্ণ নিরাপদ স্থানে যেতে বলা হয়েছে। উধ্বর্তন কতৃপক্ষের সাথে আলাপ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, গোলাপগঞ্জ উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের চক্রবর্তী পাড়ায় নিহত পরিবারকে ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। 


তিনি বলেন, টিলার নিচে বসবাসকারীদের নিরাপদে স্থানে সরিয়ে নিতে ও সতর্ক করতে  সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছি।


সিলেটভিউ২৪ডটকম/আইএ/এসডি-৩২