দেশের সকল আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সম্প্রচারের নির্দেশ দিয়েছে সরকার। এই তালিকায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে।

এখন থেকে এই বিমানবন্দরে থাকা টিভিতে অবশ্যই বিটিভির সকল চ্যানেল সম্প্রচার করতে হবে। চ্যানেলগুলো হলো- বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড, বিটিভি চট্টগ্রাম ও সংসদ টিভি।


জানা গেছে, সম্প্রতি বিটিভির পরিদর্শক দল সম্প্রতি বিভিন্ন বিমানবন্দরে যায়। তারা বিমানবন্দরে থাকা টিভিতে সরকারি কোনো চ্যানেল দেখতে পায়নি। পরে গত ৪ এপ্রিল বিমান সচিবকে চিঠি দিয়ে দেশের সব বিমানবন্দরে বিটিভির সব চ্যানেল সম্প্রচার নিশ্চিত করতে বলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

এর প্রেক্ষিতে গত ১২ মে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে আরেকটি চিঠি যায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন অনুসারে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে সরকারি টেলিভিশন চ্যানেলগুলো আগে রাখতে হবে।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে