ছবি: শাহীন আহমদ।

সিলেট সদর উপজেলায় খারইল বিল নামকস্থানে পানির প্রবল স্রোত আর ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় দুজন নিখোঁজ হয়েছেন। আজ সোমবার (১৬ মে) সকাল থেকে ডুবুরি দল খারইল বিলের একাধিক স্থানে নিখোঁজদের সন্ধানে অভিযান পরিচালনা শুরু করে।

এর আগে রোববার (১৫ মে) রাত সাড়ে ১০টার দিকে খারইল বিলের মধ্যবর্তীস্থানে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকায় থাকা ছয়জন সাঁতার কেটে তীরে উঠলেও নিখোঁজ রয়েছেন দুইজন। তারা রায়েরগাঁও থেকে কালারুকা যাচ্ছিলেন।


নিখোঁজরা হলেন- পুটামারা গ্রামের মৃত রিফাত আলীর পুত্র আছকন্দর আলী ও রায়ের গাঁও গ্রামের ইকন্দর আলীর পুত্র রজাখ আলী।

বিষয়টি নিশ্চিত করেছেন নদীতে অভিযানকারী ডুবুরী দলের টিম প্রধান শহীদুল ইসলাম। তিনি জানান, সোমবার সকাল ৭টা ডুবুরী দলের ৩ সদস্য উদ্ধার অভিযান পরিচালনা করে যাচ্ছের। কিন্তু নিখোঁজদের এখনও কোন সন্ধান মেলেনি।

তিনি আরও জানান, রোববার (১৫ মে) রাতে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন নিখোঁজ দুইজনসহ অন্যরা। রাতে ঝড়ের কবলে পড়ে স্থানীয় খাড়ইল বিলে নৌকাটি ডুবে গেলে তারা নিখোঁজ হন।

সিলেটভিউ২৪ডটকম/পিটি/আরআই-কে