গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী বলেছেন, স্থানীয় ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় সিলেটের অন্যান্য উপজেলার বানভাসি মানুষের ন্যায় গোয়াইনঘাট উপজেলার মানুষও অসহায় ভাবে মানবেতর জীবন যাপন করছে।

 


জনগণের দল হিসেবে এই দুর্যোগে বিএনপি জনগণের পাশে আছে। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি নেতাকর্মীদের সাথে নিয়ে ধারাবাহিক ভাবে বন্যাকবলিত জনগণের পাশে সাধ্যমত খাদ্য সহায়তা পৌঁছে দেয়ার কাজ চলমান রয়েছে। বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের স্ব স্ব অবস্থান থেকে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসতে হবে। একই সাথে সরকারকে বন্যার্তদের সহায়তায় কার্যকর উদ্যোগ নিতে হবে।

 

তিনি শনিবার (২১ মে) ধারাবাহিক ভাবে গোয়াইনঘাট উপজেলা বিএনপির আয়োজনে  তোয়াকুল, ডৈাবাড়ী, লেংগুড়া, নন্দীর গাও ইউনিয়নের নিম্নাঞ্চলের ভানবাসী মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।

 

ত্রাণ বিতরণ কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সহ সভাপতি আব্দুল করিম শিকদার, উপজেলা যুবদলের আহবায়ক এড শাহজাহান সিদ্দিকী, সেচ্ছাসেবক দলের আহবায়ক আহমেদ হুমায়ুন আজাদ, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন, ত্রান ও পূর্ন বিষয়ক সম্পাদক ফরিদ আহমেদ দপ্তর সম্পাদক খায়রুল আমিন, সহ ছাত্র বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, বিএনপি নেতা আব্বাস উদ্দিন, রাশিদ আলী,গোয়াইনঘাট উপজেলা যুবদল নেতা, এম ওয়ারিছ উদ্দিন, ফতেপুর যুবদল নেতা ফখরুল ইসলাম, খান মোঃ ইয়াহিয়া, রুমেল, ফতেপুর ইউনিয়ন ছাত্রদল নেতা আবিদুর রহমান, আব্দুল আলিম, গিয়াস রানা প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/এমএএম/এসডি-২২