১৯৫৯ সালে বর্তমান বঙ্গবন্ধু স্টেডিয়ামে পাকিস্তানের ওয়ালিস মাথিয়াস ও সুজাউদ্দিন ষষ্ঠ উইকেটে ৮৬ রানের জুটি গড়েছিলেন। সেই রেকর্ড গুড়িয়ে দিয়ে ষষ্ঠ উইকেটে ২০০ রানের জুটির নতুন ইতিহাস গড়েছেন মুশফিক-লিটন। টেস্ট ক্রিকেটে ষষ্ঠ উইকেটের জুটিতে এটি বাংলাদেশের সর্বোচ্চ রান।

 


সোমবার সকাল ১০ টায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্ট খেলা শুরু হয়। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ২৪ রানে ৫ উইকেট হারিয়ে টালমাটাল অবস্থা থেকে বড় সংগ্রহের দিকে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে মুশফিক-লিটন জুটি।

 

চট্টগ্রাম টেস্টে পারফর্মের ধারবাহিকতা ঢাকা টেস্টেও বজায় রেখেছেন লিটন দাস। টেস্টে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করেছেন লিটন।

 

অন্যদিকে, মুশফিকও সেঞ্চুরি থেকে মাত্র ৮ রান দূরে রয়েছেন।

 

শেষ ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫৮ রান।

 

প্রথম দিনের খেলার আর ২৩ ওভার বাকি আছে।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-২০


সূত্র : ঢাকা টাইমস