একদিন আমার স্মৃতি হতেও মুছে যাবে তোমার অস্তিত্ব-
মগজের নিউরণ অকার্যকর হবে বিনা প্রয়োজনে -

অযাচিত নিজের চাওয়া ফিরিয়ে নেব নিজেতে-
ঘুর্ণির আবর্তে ধূলি জমবে অপেক্ষার বাসরে-
পলি ঢেকে দেবে আত্মার জঠর-

 


রাখালের সুরে সুরে এই প্রেমের বন্দনা হবে-
শৃগালের উল্লাসে স্বপনরা অঘুম রাত্রি পাবে -
কালের স্বাক্ষী বৃক্ষটি বুড়ো হয়ে, যখন শাখা শূন্য, তবুও দাঁড়িয়ে রবে-
মিথ্যে (!) আবেগ, বিবেকের দংশনে আবর্তিত হবে অবুঝ মন প্রতিনিয়ত-
তুমি হেসে হেসে পথ চলবে আমার বুকের পাঁজর ভেঙে-

 

ওই নির্লিপ্ত প্রহেলিকা ক্যানসার হবে সমস্ত অস্থিমজ্জায়-
ধীরে ধীরে আমিও দূরে যাবো চলে অজানা গন্তব্যে-
তুমি কি তখনও জানা ঠিকানাতেই রয়ে যাবে?

 

নদীর পার ভাঙা প্রেম, অবাধ্য বৃষ্টি ছোঁয়া বারান্দা-
আঙ্গুলে-আঙ্গুলে বিদ্যুৎ খেলা-
কখনো কি তোমায় ফেরাবে না আমার অস্তিত্বে?
অশ্রু ভেজা এক মুঠো মাটি কি পাবে না-
বকুল তলায় নিদ্রিত হতে চাওয়া কেউ?