স্বেচ্ছাসেবী সংগঠন ‘মুক্তির বন্ধন ফাউন্ডেশন’ সিলেটের বন্যার্তদের পাশে এসে দাঁড়িয়েছে। ‘মুক্তির বন্ধন ফাউন্ডেশন’ উদ্যোগে সিলেট জকিগঞ্জ উপজেলায় বিভিন্ন স্থানে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

 


বৃহস্পতিবার বেলা ১২টার সময় ২নং বীরশ্রী ইউনিয়নের পরিষদ ভবনে ত্রাণ সামগ্রীর বিতরণের উদ্বোধন করেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. কে. এ. ফয়সাল। 

 

উদ্বোধনকালে নির্বাহী কর্মকর্তা এ. কে. এ. ফয়সাল বলেন, অসহায় মানুষের পাশে মুক্তির বন্ধন ফাউন্ডেশনের মতো সমাজের বিত্তবাদের এগিয়ে আসার আহ্বান জানান।

 

এসময় উপস্থিত ছিলেন- ২নং বীরশ্রী  ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান আ:সাত্তার, মুক্তির বন্ধন ফাউন্ডেশন সেচ্ছাসেবী সদস্য, শাহরিয়ার খান ইমন, ফয়সাল খান, মাহফুজুর রহমান টুটুল, মুস্তাকিম। 

 

পরে মুক্তির বন্ধন ফাউন্ডেশনের সেচ্ছাসেবী সদস্যরা শুকনো খাবার চিড়া, মুড়ি, গুড়, চিনি, আলু, আটা, লবন, ডাল, মদিনার খেজুর ও খাবার স্যালাইনসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী জকিগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৫