সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে দুইজন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। 

 


শুক্রবার (২৭ মে) দুইজন প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ দেওয়া হয়। আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা পেয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মনজুর সাফি চৌধুরী এলিম ও স্বতন্ত্র প্রার্থী শফিক উদ্দিন পেয়েছেন ঘোড়া প্রতিক।

 

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান। উল্লেখ্য আগামী ১৫ জুন উপজেলা পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। 

 

এদিকে আগামী ১৭ জুন বুধবারি বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচন মোট ৮ জন প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে। আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা পেয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবদুর রকিব।  

 

এছাড়া জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ জামিয়া ইসলামিয়া দল থেকে মোঃ খলিলুর রহমান খেজুর গাছ, স্বতন্ত্র প্রার্থী ইকবাল আহমদ ঘোড়া, আব্দুল মুতলিব মোটরসাইকেল, কামাল হোসেন অটোরিকশা, মোঃ নূর উদ্দিন চশমা, মোঃ হেলাল উদ্দিন টেলিফোন ও আলিমুর রশীদ আনারস প্রতিক পেয়েছেন। 

 

বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম।

 


সিলেটভিউ২৪ডটকম/পিডি/এসডি-১৬