সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে যখন সিলেটের মানুষ দিশেহারা তখন সরকার এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ ত্রাণের নামে ফটো সেশনে ব্যস্ত।

 


সিলেটের প্রায় প্রতিটি উপজেলায় যখন লক্ষাধিক মানুষ ত্রাণের আশায় পথ চেয়ে বসে আছেন, তাদের দু'বেলা দু'মুঠো অন্ন সংস্থানের ব্যবস্থা করবেন সরকার, তখন তাদের হতাশায় নিমজ্জিত হতে হচ্ছে। সরকার যে সামান্য ত্রাণ বরাদ্দ দিয়েছে- লুটপাটের পর ভুক্তভোগীদের কাছে যা পৌঁছাচ্ছে তা উল্লেখ করার মতো নয়।

 

তিনি বলেন, গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর সুখে দুখে সবসময় পাশে ছিলাম আছি থাকবো। আপনারা সহসের সাথে পরিস্থিতি মোকাবেলা করুন। আমরা আপনাদের পাশে আছি।

 

তিনি শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা, শরিফগঞ্জ ইউনিয়নের বানবাসী ২৫০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ ও শরিফগঞ্জ ইউনিয়নের মেহেরপুর বাজারে ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মী সভায় এসব কথা বলেন।

 

এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সাবেক সহ- সভাপতি এমএ মুছাব্বির, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সহ- সভাপতি আশফাক আহমেদ চৌধুরী, নির্বাহী সদস্য আতাউর রহমান উতু, পৌর বিএনপির সহ-সভাপতি মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সমবায় সম্পাদক খুরশেদ আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল মুবিন মাহফুজ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক কামাল আহমদ, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান টিপু, উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ প্রমুখ।

 

কর্মীসভায় সভাপতিত্ব করেন শরিফগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ শামসুল ইসলাম ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক কামাল আহমেদ।

 

ফয়সল চৌধুরী গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের আমকোনা, খাগাইল, মোল্লারচক, বাগলা বাজার, ডেপুটি বাজারের বাদেপাশা, সতুনমর্ধন, শান্তির বাজারে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

 

বিতরণকালে আরও উপস্থিত ছিলেন- বাদেপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান আহমদ লকুছ, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন রিবুল, সাধারণ সম্পাদক শাহীন আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. ছালিম, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসিব আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক বিলাল আহমদ, ৬নং ওয়ার্ড সভাপতি রিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক জয়নাল উদ্দিন, সতুনমর্ধন ওয়ার্ড সভাপতি আব্দুল জলিল, সহ-সভাপতি মো. নান্নু মিয়া, বাদেপাশা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল কুদ্দুছ, সহ সাধারণ সম্পাদক ইসমাইল আহমদ রাহিম প্রমুখ।

 

শরিফগঞ্জ ইউনিয়নের মুসলিমগঞ্জ বাজারে পানিআগা, কাদিপুর, রাংজিয়ল, কালিকৃষ্ঞপুর, মেহেরপুর বাজার, মেহেরপুর, পনাইরচক, খাটখাই, কদুপুর, বসন্তপুর গ্রামে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

 

এ ইউনিয়নে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাহীন আহমদ, যুগ্ম সম্পাদক হাবিব আহমদ, যুবনেতা শিপন, সেলিম, দুলাল, ঢাকাদক্ষিন সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহফুজ মারজান, ১১নং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেক আহমদ, ছাত্রনেতা জাবের, আলী সিদ্দিক, সুহেদ, আজিজ, হাসানসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ এবং এলাকার সচেতন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩২