ফাইল ছবি
সিলেটসহ সারা দেশে আজ (সোমবার) রাত ৮টার পর থেকে শপিং মল, মার্কেট, দোকান-পাট ও কাঁচাবাজার বন্ধ থাকবে। তবে খোলা থাকবে নির্দিষ্ট কিছু দোকানপাট। বিদুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
জানা যায়, প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে রাত ৮টার পর দেশের সব দোকানপাট বন্ধ থাকবে। তবে কেনাকাটার জন্য মোদি দোকানে ক্রেতা থাকলে আধাঘণ্টা পর্যন্ত খোলা রাখার সুযোগ দেওয়া যাবে। আর হাসপাতাল, রেলস্টেশন, বাসস্টেশন, বিমানবন্দর, হোটেল-রেস্তোরাঁ, নাপিত ও ওষুধের দোকান, সিনেমা, থিয়েটার, মিষ্টি ও ফুলের দোকান, ওয়াসা, বিদ্যুৎ ও গ্যাস অফিস এবং ক্লাব এই নিয়মের বাইরে থাকবে।
এদিকে, কোরবানি সামনে রেখে আগামী ১০ জুলাই পর্যন্ত দোকানপাট বন্ধের সময়সীমা রাত ১০টা পর্যন্ত করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। এ জন্য সুপারিশ পাঠাবে শ্রম মন্ত্রণালয়।
এ বিষয়ে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন সিলেটভিউ-কে বলেন, সরকারে নির্দেশ যেহেতু- মানতে হেবে। কিন্তু প্রয়োজন নয় এমন অনেক দোকান খোলা রাখার সুযোগ দেওয়া হয়েছে। তাই ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে সরকারের আবেদন জানানো হয়েছে- আসন্ন ঈদ উপলক্ষে কিছুদিন রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুরোধ জানিয়েছি। আশা করি সরকার আমাদের অনুরোধ রক্ষা করবে।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম