বন্যা পরিস্থিতির কারণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চলমান সেমিস্টার ফাইনাল পরীক্ষা পেছানো হয়েছে। পবিত্র ঈদুল আযহার পর এ পরীক্ষা নেওয়া হবে। 

বুধবার (২২ জুন) রাতে জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম। 


তিনি বলেন, চলমান বন্যা পরিস্থিতি বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা পবিত্র ঈদ-উল-আযহার পর নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে প্রথম বর্ষের ক্লাস স্ব স্ব বিভাগ শিক্ষক-শিক্ষার্থীদের সুবিধামতো অনলাইনে নিতে পারবে বলে জানান তিনি। 

এছাড়া আগামী ৬ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত ঈদের ছুটি। ১৪ জুলাই এর পর থেকে স্ব শরীরে ক্লাস পরীক্ষা শুরু হবে বলে জানান তিনি।

সিলেটভিউ২৪ডটকম/ এএএম/ কেআরএস-০৪