পাহাড়ি ঢল ও টানাবর্ষণে মাসখানেকের ব্যবধানে ফের বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ উপজেলা ও পৌর এলাকার ২ শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে যিন্-নুরাইন ফাউন্ডেশন।

 


রোববার থেকে বুধবার পর্যন্ত বন্যায় কবলিত মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ২০০ পরিবারের মাঝে পৌছে দেয়া হয় ওই খাদ্যসামগ্রী।

 

বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল জনপ্রতি চাল ৮ কেজি, সোয়াবিন ১ লিটার, পেয়াঁজ ২ কেজি, আলু ২ কেজি, ডাল ১ কেজি, লবন ১ কেজি, রসুন আধা কেজি, সাবান এক পিস, লাচ্ছি এক প্যাকেট।

এছাড়া সোমবার ও মঙ্গলবার পৌর শহরের রামসুন্দর হাইস্কুলে আশ্রয় কেন্দ্রে থাকা আশ্রিতদের রান্না করা খাবার দিয়েছে যিন্-নুরাইন ফাউন্ডেশন।

 

বিশ্বনাথ থিয়েটারের সাবেক অর্থ সম্পাদক ও যিন্-নুরাইন ফাউন্ডেশনের কর্ণধার যুক্তরাজ্য প্রবাসী ছালেহ আহমদ সুমন জানান, ইতিমধ্যে যিন্-নুরাইন ফাউন্ডেশন গরীব অসহায় মানুষদের ঘর নির্মাণ, টিওবওয়েল স্থাপন, টিন বিতরণসহ মানবিকতার কল্যাণে নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।

 


সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-২৮