সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা বন্যা আক্রান্ত। গত দুই দিন থেকে বন্যার পানি না বাড়লেও বিপর্যস্ত আছেন মানুষজন। বাড়িঘরে পানি উঠায় আশ্রয় নিতে হয়েছে আশ্রয়কেন্দ্রে। রাস্তাঘাট ডুবে যাওয়ায় যাতায়াত ব্যবস্থায় দেখা দিয়েছে দুর্ভোগ। আশ্রয়কেন্দ্র ও বন্যা কবলিত গ্রামে গ্রামে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান প্রশংসনীয় সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় বন্যা আক্রান্ত মানুষের পাশে দাড়িয়েছে ফেঞ্চুগঞ্জের সমাজসেবী সংস্থা এম.এ মমতাজ ফাউন্ডেশন।


সোমবার (২৭ জুন) এমএ মমতাজ ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের ধারন, মির্জাপুর, গাজীপুর ও ঘিলাছড়ার বিভিন্ন এলাকায় রান্না করা খাবার বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আলী হাসান শাহীন।

এর আগেও তিনি উপজেলার বিভিন্ন এলাকায় ত্রান সহায়তা করেন।

সিলেটভিউ২৪ডটকম/পিডি