সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বন্যায় দূর্গত ক্ষতিগ্রস্থ্যদের পাশে দাঁড়িয়েছে ‘জ্ঞানের আলো পাঠাগার’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

 


বুধবার দুপুরে গোপাল গঞ্জের কোটালীপাড়ার স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্টানের সদস্যরা উপজেলার বিভিন্ন গ্রামের ৩শ বন্যাদূর্গত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

 

পাশাপাশি বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধও বিতরণ করে সংগঠনটি। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, লবন, মুড়ি ও সাবান।

সংগঠনটি এক সপ্তাহব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে খাদ্য সামগ্রী করার কথা রয়েছে। এ উপলক্ষে সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্তরে ত্রান বিতরনের কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির।

 

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, জ্ঞানের আলো পাঠাগারের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পারভেজ, সিনিয়র সদস্য দিদার খান প্রমুখ।

 

জ্ঞানের আলো পাঠাগারের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পারভেজ জানান, সুনামগঞ্জ জেলায় স্বরণকালে বন্যা দেখে আমরা কোটালীপাড়া উপজেলাবাসীর কাছে সহায়তা চাই বন্যায় ক্ষতিগ্রস্থ্যদের কিছু উপহার দিয়ে একটু সহায়তার জন্য। এই আহবানে সাড়া দিয়ে কোটালীপাড়া উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিছু আর্থিক অনুদান করেছেন। আর এইসব আর্তিক অনুদান এই উপজেলার বন্যা কবলিতদের মধ্যে বিতরণ করা হচ্ছে।

 

সিলেটভিউ২৪ডটকম/এমএআর/এসডি-২৬