বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহা সচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, আমাদের নেত্রী শেখ হাসিনা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যার যার এলাকায় যাও, যার যতটুকু সামর্থ্য আছে মানুষের পাশে দাঁড়াও।
ডা. দুলাল আরো বলেন, আমরা যে জিনিস আপনাদেরকে দিতে এসেছি, খাবার বলেন আর ঔষুধ বলেন, এগুলো কোনো দান-দক্ষিণা-দয়া নয়, এই জিনিষ গুলো আপনাদের অধিকার। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আপনাদের অধিকার নিয়ে আপনাদের পাশে এসেছি, আপনাদের জিনিষ আপনাদের বাড়িতে এসে পৌঁছে দিলাম। এতে আমাদের কোনো কৃতিত্ব নেই, বরং আমরা ধন্য হলাম আপনাদের কাছে আপনাদের অধিকার টুকু পৌঁছে দিতে পেরে।
আপনারা আমার নেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, এ দেশের মানুষের জন্য দোয়া করবেন, বন্যার্ত মানুষের জন্য দোয়া করবেন।
শুক্রবার (১লা জুলাই) সকালে ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলালের সার্বিক তত্বাবধানে ও বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের সহযোগীতায় দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের কামালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও লক্ষীপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার্তদের মাঝে পৃথক খাদ্যসামগ্রী বিতরণ ও বিনামূল্যে ঔষুধসহ চিকিৎসাসেবা প্রদান উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
পৃথক খাদ্যসামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, সিলেট মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ডা. রকিবুল হাসান জুয়েল, ডা. রেজাউল কবির রাজিব, বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের সাধারণ সম্পাদক আশিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বেলাল, মোহাম্মদ আলী, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী, মোল্লারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোমিন হোসেন, মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন খান, মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য সাহেদ আহমদ, মুক্তিযুদ্ধ মঞ্চ বালাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক তারেক আহমদ, যুবলীগ নেতা মাহিনুল ইসলাম চৌধুরী প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০২