সিলেট উইমেন্স মেডিকেল কলেজে হাসপাতালের পরিচালক হিসেবে যোগদান করেছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জি এম মনিরুল ইসলাম।

 


শনিবার হাসপাতালে উইমেন্স মেডিকেলের প্রতিষ্ঠাতা কোম্পানী হলি সিলেট হোল্ডিং লিমিটেডের ভাইস চেয়ারম্যান ও পরিচালক, কলেজের শিক্ষকমন্ডলী ও হাসপাতালের কর্মকর্তাবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করনে।

 

এসময় উপস্থিত ছিলেন- হলি সিলেট হোল্ডিং লিমিটেডের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা: এম এ মতিন, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার, কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ডা. মো. ইসমাইল পাটোয়ারী, ব্যবস্থাপনা পরিচালক  প্রফেসর ডা. ওয়েস আহমেদ চৌধুরী, পরিচালক মোস্তাক আহমদ, আব্দুল হান্নান, কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. শাহানা ফেরদৌস চৌধুরী, হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু শেখর দাস ও সহকারী পরিচালক ডা. তাহফিম আহমদ রিফাত প্রমুখ।

 

এসময় বক্তারা বলেনে, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ চিকিৎসক তৈরীর পাশাপাশি বৃহত্তর সিলেট অঞ্চলের চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। নতুন পরিচালকের নেতৃত্বে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল মানুষের কাঙ্খিত চিকিৎসা সেবা নিশ্চিত করতে আরো কয়েক ধাপ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৮