বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েত'র উদ্যোগে ফেঞ্চুগঞ্জ বন্যা ক্ষতিগ্রস্ত ঘিলাছড়া ও সদর ইউনিয়নের ১১০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
বুধবার বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েতের পক্ষ থেকে খাদ্য সামগ্রী নগদ অর্থ বিতরণ করেন সিলেট জেলা পরিষদ সদস্য আব্দুল আউয়াল কয়েস বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক ইউনিয়নের ত্রাণ কার্যক্রমের সমন্বয়কারী আহাদ আম্বিয়া খোকন।
ঘিলাছড়া ইউনিয়নের ৬০ পরিবারের মধ্যে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ কার্যক্রম শেষে ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লেইছ চৌধুরীকে ইউনিয়ন অফিসে গিয়েও ত্রাণ বিতরণের তালিকা হস্তান্তর করেন।
এসময় ঘিলাছড়া ইউনিয়ন পরিষদ উপস্থিত ছিলেন- ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুল মোছাব্বির, মেম্বার লাল মিয়া, মেম্বার আবুল হোসেন, মহিলা মেম্বার সালেহা বেগম, মহিলা মেম্বার নেওয়া বেগম।
এদিকে রাতে ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদে বন্যা ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মধ্যে নগদ অর্থ ও সামগ্রী বিতরণ শেষে ১ নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজি মো. বদুরুদ্দজ্জা। ইউনিয়ন অফিসে গিয়ে ১ নং ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন ইউনিয়নের ৩৫টি পরিবারের মধ্যে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরনের সম্পর্কে অবিহিতকরণ ও চেয়ারম্যান এর মাধ্যমে আরো ১৫ টি পরিবারের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- সমাজকর্মী সোহেল আহমদ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/এএকে/এসডি-১৭