সিলেটের দক্ষিণ সুরমায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত এক যুবলীগ নেতার হাসপাতালে মৃত্যু হয়েছে। গত ১৪ জুলাই এ হামলার ঘটনা ঘটে ও গতকাল (১৬ জুলাই) তার মৃত্যু হয়।
প্রতিপক্ষের হামলায় মারা যাওয়া মো. শামীম আহমদ (৪৫) দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ফরিদপুর গ্রামের শফিক আহমদের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের নাজিরবাজারের বণিক সমিতি নিয়ে দীর্ঘদিন ধরে দুপক্ষের বিরোধ চলে আসছে। এরই জের ধরে গত ১৪ জুলাই দুপুরে নাজিরবাজারের রাজমহল নামক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. শামীম আহমদ বাজার থেকে ফরিদপুরস্থ তার বাড়িতে যাওয়ার পথে রাজাপুররের সুন্দর মিয়ার কলোনির সামনে হামলার শিকার হন। এসময় এ স্থানে আগে থেকে ওৎ পেতে থাকা রাজাপুর গ্রামের সুন্দর আলী ও ফরিদপুর গ্রামের মো. মনির মিয়ার ছেলে মিজানুর রহমান এবং তাদের সহযোগিরা শামীমের উপর অতর্কিত হামলা চালান। হামলাকারীরা এসময় শামীমকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন।
একপর্যায়ে শামীমের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত শামীমকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করলে দুদিনের মাথায় গতকাল (১৬ জুলাই) বিকালে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
ঘটনার পর দক্ষিণ সুরমা থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্ত সুন্দর আলী ও মিজানুর রহমানের বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়েছে। তবে মিজানুর রহমান ও তার বড় ভাই গিয়াসুর রহমান ঘটনার দিনই বাড়ি থেকে পালিয়ে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ওসি জানান- পুলিশ এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।