সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং রিসেন্ট ট্রেন্ডস এন্ড প্র্যাকটিস’র সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 


শনিবার সকাল সাড়ে ৯টায় সেমিনারের রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়। বেলা সাড়ে ১০টায় ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক প্রণবকান্তি দেব পরিচালনায় ও ইংরেজী বিভাগের প্রভাষক মৌনী ভট্টাচার্য্য এবং সানজিদা আক্তার এর সহযোগীতায় সেমিনার উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শহীদ উল্লাহ তালুকদার।

 

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন- বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারর্পাসন রাজীব আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ (প্রস্তাবিত) প্রফেসর নিতাই চন্দ্র চন্দ এবং এম.সি. কলেজের ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান মো: আব্দুল হামিদ।

 

উক্ত সেমিনারে রিসোর্স পার্সনরা মোট ৮-টি পেপার উপস্থাপন করা হয়। Ethics of Teaching উপস্থাপন করেন ইদ্রিস আলী বীর প্রতীক, An Evaluation of Formative Assessment in 21st Century English Classroom: Theory to Practice  উপস্থাপন করেন শ্রী বিধান চক্রবর্ত্তী, Use of Technology in Modern Education System উপস্থাপন করেন ইভা রায়, Importance of Building Rapport for an Effective Language class উপস্থাপন করেন আতায় আমাতুন নূর, Stepping Across and Beyond Methods: Some Pedagogical Considerations উপস্থাপন করেন প্রফেসর মো: সিকান্দার আলী, Stratigies of interactive English language teaching উপস্থাপন করেন অত্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান স্বাতী রানী দেবনাথ এবং English Language Teaching and Learning Complexities at the Secondary level in rural areas of Bangladesh উপস্থাপন করেন অত্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: জাকারিয়া হাবিব।

 

অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন- ব্যবসায় প্রধান বিভাগের বিভাগীয় প্রধান নঈমা মাসউদ নীলা, লাইব্রেরিয়ান মো: মোস্তফা কামাল, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান এমএজি আসিফ সহ সকল বিভাগের শিক্ষকবৃন্দ।

 

সার্টিফিকেট বিতরণে অংশগ্রহণ করেন অত্র বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর সম্মানীত সদস্য সাহিদা ইয়াসমিন চৌধুরী এবং ইংরেজী বিভাগে সহযোগী অধ্যাপক ড. মো: জাকারিয়া হাবিব পিএসডি ডিগ্রি অর্জন এবং ইংরেজী বিভাগে ৪-জন শিক্ষক মৌনী ভট্টাচার্য্য, নাদিয়া সুলতানা ডেইজি, সানজিদা আক্তার এবং পুষ্পিতা রায় প্রভাষক হিসেবে জয়েন করাতে ফুল দিয়ে বরণ করেন।

 

উক্ত ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং রিসেন্ট ট্রেন্ডস এন্ড প্র্যাকটিস অনুষ্টানটির সমন্বয়কারী হিসেবে ছিল- বিশ্ববিদ্যালয়ের আমেরিকান কর্ণার।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৯