সিলেট মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ডের খাঁরপাড়া মিতালী আবাসিক এলাকায় ‘খাঁরপাড়া ইউনাইটেড সোসাইটি’ নামে নতুন একটি সংগঠনের যাত্রা শুরু হয়েছে। এলাকার মুরব্বি বীর মুক্তিযোদ্ধা মো. মনির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে তাঁর বাসভবনে এলাকাবাসীর উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় নতুন এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।
সভায় সর্বসম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা মো. মনির উদ্দিন চৌধুরীকে আহবায়ক ও মো. ফরিদ উদ্দিনকে সদস্য সচিব করে ৯ সদস্যের এডহক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন হাজী মো. মখলিছুর রহমান, প্রকৌশলী মো. তোফাজ্জল আলী, মো. গোলজার আহমদ, আহমেদ কায়সার মাসুম, মো. দেলওয়ার হোসেন খাঁ, জাবেদ আহমদ ও মো. জমির উদ্দিন।
গত ২৯ জুলাই এডহক কমিটির প্রথম সভায় খাঁরপাড়াকে একটি আদর্শ ও মডেল এলাকা গড়ায় প্রত্যয় ব্যক্ত করে স্থায়ী ও অস্থায়ী বসবাসকারী সকলকে সংগঠনের সদস্য ও সহযোগী সদস্য করার সিদ্ধান্ত গৃহীত হয়। সংগঠনের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. মনির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. ফরিদ উদ্দিন এর পরিচালনায় সভায় বেশ কয়েকটি সাংগঠনিক প্রস্তাব গৃহীত হয়।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/আরআই-কে