নবীগঞ্জ পৌর এলাকার জয়নগর গ্রামের আমেরিকা প্রবাসী বিশ্বমনি সরকারের পিতৃদেবতা ব্যাসমনি সরকার ও পুর্ব পুরুষের আত্মার শান্তি কামনায় অষ্টপ্রহরব্যাপী কীর্তন উৎসব বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে বিকালে সম্পন্ন হয়েছে।

 


এতে গীতাপাঠ করেন বিশিষ্ট গীতাপাঠক প্রমথ সরকার।

 

অনুষ্টানমালার মধ্যে ছিল- অধিবাস, গীতাপাঠ, হরিনাম সংকীর্তন, দধিভান্ড ভঞ্জন, মহাপ্রসাদ বিতরণ ও হরিলুট।

 

এতে কীর্তন পরিবেশন করেন, ভারতের কীর্তনীয়া সুষেন বৈদ্য, সাতক্ষিরার কীর্তনীয়া আশালতা মন্ডল, কীর্তনীয়া মিন্টু সরকারসহ অন্যান্য কীর্তনীয়াবৃন্দ।

 

কীর্তন অনুষ্টানে বিভিন্ন রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সকল শ্রেণীপেশা ও সুশীল সমাজের মানুষের মিলনমেলায় পরিণত হয়।

 

অনুষ্টানে উপস্থিত ছিলেন- সাবেক এমপি শেখ সুজাত মিয়া, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এডভােকেট আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট আবুল ফজল, সাংগঠনিক সস্পাদক নুর উদ্দিন বুলবুল, এডভোকেট সুলতান মাহমুদ, ওসি মো. ডালিম আহমদ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ গিয়াস উদ্দিন আহমদ, উপজেলা বিনএনপির যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান শেফু, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, রিজভী আহমদ খালেদ, আখড়া কমিটির সাবেক সভাপতি সুবিনয় কর, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সস্পাদক ইউপি চেয়ারম্যান নির্লেন্দু দাশ রানা, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান আহমদ, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক গৌতম কুমার রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, ইসকনের সাধারণ সম্পাদক পৌর কাউস্নিলর যুবরাজ গোপ, আখড়া কমিটির সাধারণ সম্পাদক বিধান ধর, উপজেলা রামকৃষ্ণ সংঘের সাধারণ সস্পাদক উৎপল চৌধুরী পান্না, উপজেলা লোকনাথ সংঘের সাধারণ সস্পাদক সাধন চন্দ্র দাশ,রঞ্জিত চক্রবর্ত্তী নান্টু, অঞ্জন পুরকায়াস্থ, প্রমথ চক্রবর্ত্তী বেনু, রঞ্জু দাশ, প্রজেশ রায় নিতন, অমলেন্দু সুত্রধর, ব্যবসায়ী উত্তম কুমার রায়, সাবেক ছাত্রনেতা বিষ্ণু পদ রায়, শিক্ষক লিটন দেবনাথ, দিপক পাল, শিক্ষক পিন্টু রায়, নিটু দাশ, পৌর কাউস্নিলর পুর্ণিমা রানী দাশ, নীলকণ্ট দাশ সামন্ত নন্টী, খোকন দাশগুপ্ত, জন্টু চন্দ্র রায়, পিন্টু রায়, বাবলু দাশ, জীবেশ গোপসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন ও কীর্তনের সার্বিক দায়িত্বে থাকা লোকজন এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্টানে ১৫ হাজার লোকজনের সমাগম ঘটে।

 


সিলেটভিউ২৪ডটকম/সলিল/এসডি-১৮