অনলাইন বেটিং সাইট বেটউইনারের সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করেছেন সাকিব আল হাসান। এই তথ্য নিজেই জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

 


এর আগে বৃহস্পতিবার বিকালে বেটউইনারের সঙ্গে সাকিবের চুক্তি নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন বিসিবি সভাপতি। তিনি সাফ জানিয়ে দেন, চুক্তি থেকে সরে না এলে এই অলরাউন্ডারের সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের সম্পর্ক পুরোপুরি চুকে যাবে।

 

অনলাইন বেটিং সাইট বেটউইনারের সঙ্গে সাকিবের চুক্তি কোনোভাবেই মেনে নেওয়া হবে না জানিয়ে বিসিবি প্রধান ওই চুক্তির বিষয়ে সিদ্ধান্তের ভার অলরাউন্ডার সাকিবের ওপরেই ছেড়ে দেন।

 

এদিকে শুক্রবার সাকিবের সঙ্গে আলোচনা করে এশিয়া কাপের অধিনায়কত্বের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। আর শনিবারের মধ্যেই এশিয়া কাপের দল ঘোষণা হতে পারে।


সিলেটভিউ২৪ডটকম/জেপি
 


সূত্র : ঢাকা টাইমস