সিলেটের জৈন্তাপুর ফের লেগুনা সিএনজি অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৭ জন আহত।

 


শনিবার দুপুর সাড়ে ৩ টায় সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর ৭নম্বর কূপের সম্মুখে এ দুর্ঘটনাটি ঘটে।

 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৩ আগষ্ট) দুপুর সাড়ে ৩টায় সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর ৭নম্বর কূপের সম্মুখে লেগুনা ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় পুলিশ সহ ৭জন আহত হন।

 

আহতরা হলেন- জৈন্তাপুর মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) কাজী শাহেদুল ইসলাম, উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম, পুলিশ কনেষ্ট্রেবল মো. আল-আমিন, মো. ফজলু মিয়া। বাকী আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

 

এদিকে ঘটনার পরপর স্থানীয় জনতা এগিয়ে এসে দুর্ঘটনায় কবলিতদের উদ্ধার করে সিলেটের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছেন। তবে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 

বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্র্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ সদস্যরা লেগুনা নিয়ে টহলরত অবস্থায় একটি সিএনজি অটোরিক্সা নিয়ন্ত্রন হারিয়ে লেগুনার সাথে দুর্ঘটনায় স্বীকার হয়। স্থানীয় জনতা তাৎক্ষনিক ভাবে উদ্ধার করে সিলেটের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করছে।

 


সিলেটভিউ২৪ডটকম/সাব্বির/এসডি-১১